বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

কভিড-১৯ কোনো নির্দিষ্ট ঋতু দেখে আসবে না

সাবধান করল হু

কভিড-১৯ কোনো নির্দিষ্ট ঋতু দেখে আসবে না

বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভাইরাসঘটিত রোগ বিশেষ ঋতু বুঝে ছড়ায়। যেমন ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, ডেঙ্গু। প্রত্যেক বছরই বিশেষ একটি সময় এসব রোগের প্রকোপ বাড়ে। কিন্তু নতুন করোনাভাইরাস এই সময়ের কোনো ধর ধারবে না। এই সাবধান বাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সবার ধারণা কভিড-১৯ হয়তো শীতের রোগ। কিন্তু হু এর পক্ষ থেকে মারগারেট হ্যারিস জানিয়েছেন, ‘মানুষ এখনো ঋতু নিয়ে ভাবছে। আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে এটি কিন্তু একেবারে নতুন রকমের একটি ভাইরাস। অন্যান্য ভাইরাসের থেকে এর আচরণ সম্পূর্ণ আলাদা।’

সর্বশেষ খবর