বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

ড্রপলেটের বিস্তার কমায় মাস্ক

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট

করোনাভাইরাসের (কভিড-১৯) হাত থেকে বাঁচতে প্রাণান্তকর প্রচেষ্টা গোটা বিশ্বে। এখনো কোনো ওষুধ বা প্রতিষেধক পাওয়া যায়নি। তবে আপাতত এ ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব রক্ষা করা ও নাক-মুখ ঢাকা মাস্ককে প্রাধান্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা। আসলে কি মাস্ক এ রোগের বিস্তার কমায়, তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানাল, সত্যিই এ রোগ প্রতিরোধে মাস্ক কার্যকর। মাস্ক ড্রপলেটের বিস্তার কমাতে সাহায্য করে। এমনকি করোনায় আক্রান্ত ব্যক্তি মাস্ক পরে সুস্থদের কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি কম থাকে। সিডিসির পরিচালক রবার্ট    রেডফিল্ড জোর দিয়েই বলেন, সবাই মাস্ক পরলে আগামী চার থেকে আট সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে ভাইরাসটি। সম্প্রতি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনকে এমনটা বলেন তিনি।

সর্বশেষ খবর