বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা ইস্যুতে গুজব ছড়াচ্ছে রাশিয়া!

রাশিয়ার গোয়েন্দা সংস্থার কর্মীরা করোনাভাইরাস মহামারী নিয়ে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের অভিযোগ, ইংরেজি ভাষার তিনটি ওয়েবসাইটের মাধ্যমে গুজব ছড়িয়ে মহামারী মোকাবিলায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুবিধা নিতে চাইছে রাশিয়া। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর উচ্চ পদস্থ দুই কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য দায়ী বলে চিহ্নিত করা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই তথ্য এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় ছিল। কিন্তু যাতে বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা করা যায় সে জন্য গুরুত্ব কমিয়ে আনা হয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও ওয়েবসাইটগুলোর সম্পর্কে যাতে সতর্কবার্তা জানানোর জন্য এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর