বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

কাশ্মীরের বাসিন্দারা ভবিষ্যৎ নিয়ে বেশি আশাবাদী : জরিপ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তুলনায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা তাদের ভবিষ্যৎ নিয়ে বেশি আশাবাদী। এ ছাড়া সীমানা রেখার কাছাকাছি বসবাসরত ভারতীয়রা বিশ্বাস করেন, মা-বাবার আমলের তুলনায় তাদের জীবন আরও উন্নত হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ধীররাজ শর্মা এবং লাহোর বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক ফারাহ আরিফ পরিচালিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আশে। খবর জি-নিউজের। ওই দুইজনকে উদ্ধৃত করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯-এর পটভূমিতে যেখানে বিশ্বের বেশিরভাগ শান্তির দেশে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে, সেখানে কাশ্মীরের মানুষকে বরং অনেক আশাবাদী ও খুশি দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর