শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মঙ্গলে প্রাণের সন্ধানে উড়াল দিল নাসার ‘পারসেভারেন্স’

মঙ্গলে প্রাণের সন্ধানে উড়াল দিল নাসার ‘পারসেভারেন্স’

কত কৌতূহল! অন্য গ্রহে কী প্রাণের অস্তিত আছে? থাকলে তারা কেমন? এ নিয়ে চলছে বছরের পর বছর বছরের ‘অধ্যবসায়’। আপাতত আমাদের গ্রহের সবচেয়ে কাছের প্রতিবেশী মঙ্গলে সেই প্রাণের অস্তিত্বের ধারণা পাওয়া যায় কি না- সে জন্য মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা আদাজল খেয়ে নেমেছে। সেই গবেষণা সফল করতে গতকালই মঙ্গলের পানে উড়াল দিয়েছে মঙ্গলযান ‘পারসেভারেন্স’। এর আগে এ মিশন কয়েক দফায় ব্যর্থ হয়েছে। এবার সব প্রস্তুতি, পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল বাংলাদেশ সময় বিকালে লাল গ্রহের উদ্দেশে উড়াল দিয়েছে যানটি। যানটির ওজন এক টন। রয়েছে ছয়টি চাকা। গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরাল এয়ার ফোর্স স্টেশনের লঞ্চ কমপ্লেক্স থেকে সংযুক্ত রোভারের সঙ্গে একটি অ্যাটলাস ভি-রকেট যাত্রা করেছিল। পারসেভারেন্স রোভার মঙ্গলগ্রহে প্রাচীন জীবনের লক্ষণ অনুসন্ধান করবে এবং পৃথিবীতে সম্ভাব্য ফিরে আসার জন্য শিলা ও মাটির নমুনা সংগ্রহ করবে। মঙ্গলের মাটিতে নামবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। পারসেভারেন্সের যাত্রা উপলক্ষে ইতিমধ্যে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে গতকাল ভিড় জমিয়েছিলেন বিজ্ঞানী এবং উৎসাহী মানুষজন। নাসার এমন এক গুরুত্বপূর্ণ অভিযানের সাক্ষী থাকতে চান সবাই।

সর্বশেষ খবর