শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মাস্ক না পরা মার্কিন আইনপ্রণেতাদের প্রতি স্পিকারের হুঁশিয়ারি

মাস্ক না পরা মার্কিন আইনপ্রণেতাদের প্রতি স্পিকারের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সব সদস্যকে চেম্বারে উপস্থিত হওয়ার সময় মাস্ক পরার নির্দেশ দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। সেই সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার সতর্ক করে বলেছেন, যারা নতুন আইন লঙ্ঘন করে মাস্কবিহীন চেম্বারে প্রবেশ করবেন তাদের বের করে দেওয়া হবে। খবর বিবিসির। করোনাভাইরাস মহামারীতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ৪৫ লাখের বেশি। ক্যাপিটল হিলে মাস্ক না পরে ঘুরে বেড়ানো প্রতিনিধি পরিষদের টেক্সাসের রিপাবলিকান সদস্য লুই গোহমার্ট বুধবার করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। ওই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করার কথা ছিল তার। গোহমার্টের দেহে করোনা শনাক্তের পরই স্পিকার পেলোসি আইনপ্রণেতাদের উদ্দেশে ওই নির্দেশ জারি করলেন। ডেমোক্র্যাট দলীয় স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বলেন, চেম্বারে ভাষণ দেওয়ার সময় মাস্ক খুলতে পারবেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। তবে বাকি সময় তাদের মাস্ক পরে থাকতে হবে। তিনি বলেন, ‘স্বাস্থ্য, নিরাপত্তা ও চেম্বারে উপস্থিত সবার কল্যাণের জন্য সব সদস্য ও কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রত্যাশা করা হচ্ছে। মাস্ক না পরা শালীনতার গুরুতর লঙ্ঘন।’

সর্বশেষ খবর