শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ৮০ কোটি শিশু

গবেষণা প্রতিবেদন

বিশ্বে প্রতি তিনটি শিশুর মধ্যে একজনের শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসা রয়েছে। এর কারণে তারা দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতির হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। গতকাল  ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গবেষণা প্রতিবেদন অনুসারে, বিশ্বের অন্তত ৮০ কোটি অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের রক্তে পাঁচ মাইক্রোগ্রাম/ডেসিলিটার সীসা রয়েছে। ইউনিসেফের নীতি বিশেষজ্ঞ এবং ওই প্রতিবেদনের লেখক নিকোলাস রিজ বলেন, এটি অত্যন্ত ভয়াবহ চিত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানবদেহে সীসার উপস্থিতির কোনো নিরাপদ মাত্রা নেই। এর খুব সামান্য পরিমাণে অস্তিত্বও বিপজ্জনক বিষ হিসেবে কাজ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) মানবদেহে পাঁচ মাইক্রোগ্রাম/ডেসিলিটারের বেশি মাত্রায় সীসার উপস্থিতিতে ব্যবস্থা নেওয়া   আবশ্যক বলে নির্ধারণ করেছে।-দ্য গার্ডিয়ান

সর্বশেষ খবর