শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

হজের টাকা গরিবদের বিলিয়ে দিলেন দম্পতি

সারা জীবনের আশা হজ করবেন। সেই লক্ষ্যে কয়েক বছর ধরে সাড়ে সাত লাখ রুপি জমিয়েছিলেন আরিফ শাহ, তার স্ত্রী রাজিয়া ও পুত্র আকরাম। ভেবেছিলেন, এই অর্থে সৌদি আরবে গিয়ে মহান সৃষ্টিকর্তাকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলে নিজেদের সমর্পণ করবেন। কিন্তু মহামারী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে সেই আশা পূরণ হলো না আরিফ শাহ পরিবারের। যেতে পারলেন না হজব্রত পালনে। কিন্তু যে অর্থ সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জমিয়েছিলেন, সে অর্থ কী করবেন? আরিফ শাহ দম্পতি ও তাদের সন্তান ভাবলেন, যে অর্থ আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য জমানো হয়েছিল, সে অর্থ তারই সন্তুষ্টির জন্য ব্যয় হবে। সে মোতাবেক তারা তাদের জমানো সাড়ে সাত লাখ রুপি বিলিয়ে দিলেন গরিবদের মাঝে। এ পরিবার ভারতের গুজরাটের সুরাট শহরের বাসিন্দা। তাদের এ অর্থ বিলানোর খবর প্রকাশ হয়েছে সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে। এতে প্রশংসায় ভাসছেন আরিফ শাহ দম্পতি ও তাদের সন্তান আকরাম। ৪৮ বছর বয়সী আরিফ বলেন, আমরা মক্কা ও মদিনা দর্শনের জন্য মুখিয়েছিলাম।

সর্বশেষ খবর