বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

২০ সেকেন্ডেই করোনা শনাক্ত

বিশ্বের অনেক দেশ আছে যারা শুধু কিটের কারণে করোনা টেস্ট করতে পারছে না। আবার পরীক্ষা জটিলতার কারণে ফলাফল জানতে অপেক্ষা করতে হয় দুই থেকে তিন দিন। কিন্তু সেই সমস্যার সমাধান করে ফেলেছে ইরান। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে  ফেলেছে তারা। আর তা এখন সে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। চিকিৎসাসামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। যন্ত্রটি বিশ্বের কোনো কোনো দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্স-রে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্স-রে রিপোর্ট থেকেই দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এই যন্ত্রের একটি বড় সুবিধা হলো এটি সহজে বহনযোগ্য।

সর্বশেষ খবর