বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা
সংশোধিত নাগরিকত্ব আইন

তিন মাস সময় চায় ভারত

কলকাতা প্রতিনিধি

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিধি প্রণয়নের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও অতিরিক্ত তিন মাসের সময় চেয়েছে। সংসদের আইন সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে মন্ত্রণালয়ের তরফে এই সময় চেয়ে আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় পাস হয় সংশোধিত নাগরিকত্ব বিল। রাজ্যসভায় তা পাস হয় ১১ ডিসেম্বর। ১২ ডিসেম্বর ওই বিলে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রপতি। এরপর তা আইনে পরিণত হয়। নতুন ওই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে অত্যাচারিত হয়ে আসা অ-মুসলিম (হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন) মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ছয় মাস কেটে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিধি প্রণয়ন করতে পারেনি।

সংসদীয় বিধি অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ৬ মাসের মধ্যে বিধি প্রণয়ন করতে হয় সরকারকে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর