শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা ফেসবুক টুইটারের

ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা ফেসবুক টুইটারের

সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টুইটার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা নিয়ে ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। একই কারণে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটারও। ফেসবুক ও টুইটারে বুধবার ট্রাম্পের একটি পোস্টে ফক্স নিউজকে তার দেওয়া একটি সাক্ষাৎকার যুক্ত ছিল। ওই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, শিশুরা প্রায় করোনাপ্রতিরোধী। শিশুদের মধ্যে কভিড-১৯ প্রতিরোধের ক্ষমতা রয়েছে।

এরপর এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ওই ভিডিওতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একদল মানুষ কভিড-১৯ থেকে সুরক্ষিত। ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার ব্যাপারে আমাদের যে নীতিমালা রয়েছে, এটি তার লঙ্ঘন।’ নীতিমালা ভঙ্গ করায় এই প্রথম ট্রাম্পের করোনাভাইরাস সম্পর্কিত কোনো পোস্ট সরিয়ে দিলেন ফেসবুক কর্তৃপক্ষ।

 

সর্বশেষ খবর