শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নির্বাচনের আগেই ভ্যাকসিন : ট্রাম্প

নির্বাচনের আগেই  ভ্যাকসিন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  নির্বাচনের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন উপস্থাপক জেরাল্ডো রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এত দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনোই বলেননি। করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়া অর্থনীতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এ বছরের তিন নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটিতে করোনায় মারা যাওয়ার গড় এক হাজারের বেশি হয়ে চললেও ট্রাম্প সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাপ দিচ্ছেন স্কুল খুলে দিতে। বৃহস্পতিবার জেরাল্ডো রিভেরার রেডিও অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, এর ভ্যাকসিন কখন পাওয়া যাবে।

সর্বশেষ খবর