শিরোনাম
শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শোকের আবহে বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ

বিস্ফোরণের জেরে বিপর্যস্ত লেবানন। আর এই ব্যর্থতা সরকারের। এই অভিযোগে দেশটিতে গত পরশু থেকে শুরু হয়েছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবার পার্লামেন্টের বাইরে জমায়েত হন সাধারণ মানুষ। সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।

সাধারণ মানুষের দাবি, বর্তমান সরকারের অবহেলার জন্যই বন্দরে বিস্ফোরণ ঘটেছে। অভিযোগ, ছয় বছর ধরে   যেভাবে গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট ফেলে রাখা হয়েছিল, তাতে আরও আগে এমন বিস্ফোরণ ঘটতে পারত। অবহেলার কারণেই বৈরুতের সাধারণ মানুষকে এই ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থাকতে হলো বলে অভিযোগ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭। আহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গতকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিক্ষোভকারীদের দাবি, এখনো বহু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা ধ্বংসাবশেষের মধ্যে আটকে আছেন কিনা, সে প্রশ্ন উঠছে। রাজধানীজুড়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনো চলছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণে এক জার্মান কূটনীতিকেরও মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর