সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জাহাজ ডুবে সমুদ্রে ৪০০০ টন তেল

বিপর্যয়ের আশঙ্কা

করোনার ভয়ে স্থবির বিশ্বে একটু একটু করে প্রকৃতি তার আপন চেহারায় ফিরছিল। সমুদ্রগুলো সবুজ থেকে আরও সবুজ হচ্ছিল। কিন্তু এরমধ্যে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ছিল চার হাজার টন তেল। আর সেই তেল ছড়িয়ে পড়েছে সাগরে। যার ফলে ব্যাপক পরিবেশ দূষণ এবং সাগরের বাস্তুতন্ত্র ধ্বংসের আশঙ্কা করেছেন পরিবেশবিদরা। পানামার-রেজিস্টার্ড করা এমভি ওয়াকাশিও নামের জাহাজটি মরিশাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

সর্বশেষ খবর