মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা
মুসলিম দুনিয়ায় চাপে পাকিস্তান

ধারে তেল দেওয়া বন্ধ করল সৌদি

ধারে তেল দেওয়া বন্ধ করল সৌদি

একেই বোধহয় বলে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ! অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি)-তে কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে ধাক্কা খেয়েছিল পাকিস্তান। সেসময় সংগঠন ছেড়ে বেরিয়ে আসারও হুমকি দিয়েছিল ইমরান খানের দেশ। এবার সংগঠনের মাথায় থাকা সৌদির পাল্টা চালে রীতিমতো ধরাশায়ী ইসলামাবাদ। পাকিস্তানকে ধারে তেল দেওয়া বন্ধ করতে চলেছে সৌদি আরব। এর জেরে আর্থিকভাবে দুর্বল পাকিস্তান আরও বড় ধাক্কা খেল। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন এবং রপ্তানিকারক দেশ সৌদি আরবের সঙ্গে এক চুক্তির আওতায় তারা পাকিস্তানকে বাকিতে তেল সরবরাহ করত। চুক্তিটির মেয়াদ দুই মাস আগে শেষ হওয়ার পরে দেশটি পাকিস্তানকে আর তেল সরবরাহের অনুমতি দেয়নি। শীর্ষস্থানীয় পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বার্ষিক ৩.২ বিলিয়ন ডলারের তেল বাকিতে দেওয়ার চুক্তিটি দুই মাস আগেই শেষ হয়ে গেছে এবং তার পুনঃনবায়নের বিষয়ে সিদ্ধান্ত রিয়াদ মুলতবি রেখেছে।

উল্লেখ্য, আর্থিক সংকট থেকে বাঁচতে ২০১৮ সালে সৌদি আরব থেকে ৬.২ লাখ কোটি ডলার ঋণ নিয়েছিল পাকিস্তান। সেই ঋণের অন্যতম শর্ত    ছিল, ইসলামাবাদকে সৌদি আরব বছরে ৩.২ লাখ কোটি ডলার মূল্যের তেল ধারে সরবরাহ করবে। কিন্তু সেই চুক্তির মেয়াদ দুই মাস আগে শেষ হয়ে গেলেও তা নবায়ণ করেনি সৌদি আরব। এর পেছনে পাকিস্তানের হুঁশিয়ারিকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। জন্মলগ্ন থেকেই কাশ্মীর নিয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তান। প্রতিবার আন্তর্জাতিক মঞ্চে নাকাল      হয়েও হাল ছাড়েনি পড়শি দেশটি।

সর্বশেষ খবর