বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাসায়নিক নয়, মিসাইল বিস্ফোরণ বৈরুতে

রাসায়নিক নয়, মিসাইল বিস্ফোরণ বৈরুতে

সপ্তাহখানেক আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। মৃত্যু হয় ১৬০ জনের। আহত হয় অন্তত ৬ হাজার মানুষ। আর আগুনের লেলিহান শিখা মেঘ ভেদ করে উঠেছিল ৫ কিলোমিটার উঁচুতে। ভয়ঙ্কর সে দৃশ্য দেখে চমকে ওঠে গোটা বিশ্ব। ইতোমধ্যে বিক্ষোভের মুখে দেশটির সরকার কার্যত পতনের মুখে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রাথমিকভাবে জানা যায়, মজুদ অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লেগেই হয় এ বিস্ফোরণ। কিন্তু অন্য তথ্য সামনে আনছেন বিশেষজ্ঞরা। বিস্ফোরক বিশেষজ্ঞদের দাবি, রাসায়নিক নয়, মিসাইল মজুদ ছিল। আর তাতেই আগুন লাগে। ড্যানিলো কোপ নামে এক বিশেষজ্ঞ বলছেন, ওখানে ছিল মিসাইল। আর তা থেকেই ভয়াবহ এ বিস্ফোরণ। ওই বিশেষজ্ঞ জানান, আগুনের রং ছিল কমলা। সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ হলে তার থেকে হলুদ ধোঁয়া বেরোয়। কিন্তু এদিনের বিস্ফোরণে কমলা রঙের মেঘ তৈরি হয়। তাই এটি মিসাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, নিশ্চয় কোনো ক্যাটালিস্ট ছিল, না হলে এভাবে বিস্ফোরণ হওয়ার কথা নয়। আগুনের রং দেখে তাঁর দাবি, লিথিয়াম থাকতে পারে।  এ লিথিয়াম ব্যবহার হয় মিলিটারি মিসাইলে। তিনি  ব্যাখ্যা দিয়ে বলেন, সম্ভবত যেখানে বারুদ জমা ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত। ৪ আগস্ট এ বিস্ফোরণের পর থেকে সরকারের গাফিলতি নিয়ে উত্তাল লেবানন। বিক্ষোভের ধাক্কায় অবশেষে সরকারের পতন হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে সরকারের পদত্যাগ ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

সর্বশেষ খবর