শিরোনাম
বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শিশুরাও ছড়াতে পারে করোনা

শিশুরাও ছড়াতে পারে করোনা

শিশুরা করোনা আক্রান্ত হয় না বা শিশুদের থেকে করোনা ছড়ায় না- অনেকেই এমন দাবি করলেও গবেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, শিশুরা করোনা আক্রান্ত তো হয়ই, এমনকি তারা সাধারণ সর্দি-কাশির মতোই করোনা অন্যকে ছড়িয়ে দিতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক অধ্যাপক উইলিয়াম হাসেলটিন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শিশুরা সাধারণ সর্দি-কাশির ভাইরাসের মতোই কভিড-১৯ ভাইরাসও সহজেই ছড়িয়ে দিতে  পারে। যুক্তরাষ্ট্রে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়ার এক মাসে ১ লাখ ৮০ হাজার শিশু করোনা সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেন হসপিটাল অ্যাসোসিয়েশন। এর মাঝেই হার্ভার্ডের অধ্যাপক হাসেলটিনের তরফে ওই বক্তব্য এলো। সোমবার এক সাক্ষাৎকারে উইলিয়াম হাসেলটিন বলেন, সবাইকেই করোনাবাহী হিসেবে সন্দেহ করা যেতে পারে। কারণ যে ভাইরাস আপনাকে মেরে ফেলতে পারে, সেটি সংক্রমণের ক্ষেত্রে সাধারণ ঠা-া বা সর্দি-কাশির ভাইরাসের মতোই আচরণ করে বা ছড়ায়। -সিএনএন

সর্বশেষ খবর