বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কাশ্মীরি ছাত্রের তৈরি কভিড-১৯ বিষয়ক ওয়েব পেজ চালু

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ ও তার বিস্তার প্রতিরোধ সম্পর্কে কাশ্মীর উপত্যকায় জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে ‘কভিড-১৯ কাশ্মীর ট্র্যাকার’ নামে একটি ওয়েব পেজ চালু করেছেন কাশ্মীরি এক ছাত্র। তার নাম হায়দার আলী পাঞ্জাবি। বাস করেন শ্রীনগর শহরের নিশাত এলাকায়। মাস্টার্স অব চার্টার্ড অ্যাকাউন্টেসির (এমসিএ) ছাত্র হায়দার আলী পাঞ্জাবি বলেন, ধারণাটি মাথায় আসার কয়েক মিনিটের মধ্যে আমি ও আমার কয়েক বন্ধু কাজ শুরু করি। সিদ্ধান্ত নিলাম, আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট দাঁড় করাব।’ ওয়েব পেজটিতে জেলা-ভিত্তিক মানচিত্র দিয়ে কোথায় কোনদিন কতজন কভিড-১৯ দ্বারা আক্রান্ত তার পরিসংখ্যান দেওয়া হয়। এ ব্যাপারে সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যর ওপর বেশি নির্ভর করা হয়।

‘কেন্দ্রীয় সরকার তাদের ওয়েবসাইটে সারা দেশের কভিড-১৯ সম্পর্কে নানারকম তথ্য দিচ্ছে।’ হায়দার আলী বলেন, ‘ওটা দেখে ভাবনায় আসে কাশ্মীর উপত্যকার মানুষের জন্য ওয়ান-স্টপ ভঙ্গিতে যাবতীয় তথ্য দিয়ে ওয়েব পেজ তৈরি করলে কেমন হয়!’

ইন্টারনেটে তো গতির সীমাবদ্ধতা রয়েছে। তাই, অন্যান্য পেজের তুলনায় আলী তাদের পেজটি এমনভাবে তৈরি করেছেন যাতে সেখানে দ্রুততম সময়ে আপলোড করা যায়। আলী বলেন, ‘নির্ভরযোগ্য সংবাদপত্রের তথ্যাবলিও আমরা আমাদের পেজে সংযুক্ত করি।’

কভিডে আক্রান্ত না হওয়ার জন্য ৬টি কাজ করতে হবে আর আক্রান্ত হলে রোগমুক্তির জন্য ৬টি করতে হবে। কাজ কী কী তার বর্ণনা দেওয়া হয় কভিড-১৯ কাশ্মীর ট্র্যাকারে।

সর্বশেষ খবর