বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

উত্তর কোরিয়ায় চার সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা

সর্বোচ্চ নেতা কিম জং-উনের নির্দেশে উত্তর কোরিয়ায় চারজন সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেহব্যবসা চালানোয় মদদ দানের অভিযোগে রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় এদের প্রকাশ্যে গুলি করা হয়। এ ছাড়াও আরও দু’জনকে গুলি করে হত্যা করা হয়। আর এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রেডিও ফ্রি এশিয়া। খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় ২০-২৫ বছরের তরুণীদের চাকরি এবং নগদ টাকা উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহার করা হয়। এই কাজে দেশটিতে বিভিন্ন যৌনচক্র গড়ে উঠেছে। উদ্ধার করা তরুণীরা পুলিশকে জানিয়েছেন, তাদের অধিকাংশই পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

সর্বশেষ খবর