বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ধর্ম অবমাননা কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, নিহত ৩

ধর্ম অবমাননা কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, নিহত ৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধর্ম অবমাননা’ কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। ফেসবুক পোস্টের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে- এমন অভিযোগ নিয়ে স্থানীয় এক রাজনীতিবিদের বাড়ির বাইরে সমবেত বিক্ষুব্ধদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের দাবি, যে রাজনীতিবিদের বাড়ির সামনে তারা জড়ো হয়েছিলেন, তার এক আত্মীয় ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি এবং ১১০ বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এদিকে, স্থানীয় বিধায়ক আইনপ্রণেতা এক ভিডিও বার্তায় অভিযুক্তদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, ‘মুসলমান ভাইদের প্রতি আমার অনুরোধ, আইনভঙ্গকারী কারও বিরুদ্ধে লড়বেন না। ঘটনা যাই হোক না কেন, আমরা সবাই ভাই ভাই। দায়ী যেই হোক, তার যথাযথ শাস্তি নিশ্চিত করব আমরা। আমি আপনাদের পাশে আছি।’

সর্বশেষ খবর