বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বেশির ভাগ স্কটিশ স্বাধীনতা চায়

বেশির ভাগ স্কটিশ স্বাধীনতা চায়

স্কটল্যান্ডের অধিকাংশ বাসিন্দা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা চায়। গতকাল ইউগভ পরিচালিত জরিপে এমনই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসের জন্য চালানো জরিপে দেখা গেছে, স্বাধীনতার প্রশ্নে গণভোট হলে তাতে ৫৩ শতাংশ স্কটিশ যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেবেন। ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় ৫৫ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার বিপক্ষে। তবে সম্প্রতি এই অঞ্চলটিতে ফের স্বাধীনতার পক্ষে সমর্থন বাড়ছে। এর ফলে স্বাধীনতার প্রশ্নে আরও একটি গণভোটের দাবি জোরদার হচ্ছে। স্কটল্যান্ডে ক্ষমতাসীন দ্য স্কটিশ ন্যাশনাল পার্টির দাবি, তাদের আরেকটি গণভোট আয়োজনের অধিকার আছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ২০১৪ সালের গণভোটের ফল ছিল চূড়ান্ত, তাই এই রায়কে সম্মান জানানো উচিত।

সর্বশেষ খবর