বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

টিকার চুক্তি করেই ফেললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কভিড-১৯ এর সম্ভাব্য টিকার ১০ কোটি ডোজ তৈরির জন্য একটি আমেরিকান বায়োটেকনলজি কোম্পানির সঙ্গে ফেডারেল সরকারের চুক্তির কথা ঘোষণা করেছেন। পরীক্ষা চলাকালীন মডার্না নামের কোম্পানিটি এই টিকা তৈরি করবে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে দেড় বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার ৭৫০ কোটি টাকা) দেবে। মঙ্গলবার হোয়াইট হাউস ও মডার্নার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, একজনকে মডার্নার এই টিকা দুই ডোজ করে নিতে হবে। সেক্ষেত্রে দাম পড়বে ৩০.৫০ ডলারের মতো (প্রায় ২৬০০ টাকা)। অবশ্য ট্রাম্প প্রশাসন যখন এই চুক্তি করে তখন রাশিয়া জানিয়েছে তারা ইতিমধ্যে করোনার টিকা আবিষ্কার করে ফেলেছে। এবং দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মেয়ের শরীরে তা প্রয়োগও করা হয়েছে। করোনা টিকা উদ্ভাবন ও এর উন্নয়নে ১০ দশমিক ৯ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। মডার্নার বাইরে জনসন অ্যান্ড জনসন, নোভাভ্যাক্স, ফাইজার ও সানোফিকে আরও ১০ কোটি ডোজ করোনা টিকার অর্ডার দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সর্বশেষ খবর