বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘পাকিস্তানকে বুঝতে হবে প্রাঙ্গণ আর অঙ্গনের মধ্যে ফারাকটা বিরাট’

প্রতিদিন ডেস্ক

‘কলেজপ্রাঙ্গণে বন্ধুদের কাছে যে আবদার করা চলে সেটা আন্তর্জাতিক অঙ্গনের বন্ধুদের কাছে করলে উল্টো ফলপ্রাপ্তির আশঙ্কা থাকে।’Ñ কথাগুলো বলেছেন পাকিস্তানি সাংবাদিক আমির মতিন। তিনি বলেন, পাকিস্তানকে বুঝতে হবে যে ‘প্রাঙ্গণ’ আর ‘অঙ্গন’-এর মধ্যে ফারাকটা বিরাট। কিছুদিন আগে ইসলামাবাদে এক আলোচনা অনুষ্ঠানে ‘পাকিস্তানের ব্যাপারে সৌদি আরবের হঠাৎ নীতি পরিবর্তন’ প্রসঙ্গে মন্তব্য করছিলেন আমির মতিন ও আরেক সাংবাদিক রউফ ক্লাসরা। ভারত অনুসৃত কাশ্মীর নীতির কারণে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছিল পাকিস্তান। হস্তক্ষেপ করতে অস্বীকার করে সৌদি সরকার। এতে কুপিত হয়ে সৌদি আরবের বিরুদ্ধে কটু মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। পত্রপত্রিকার খবরে জানা যায়, এ ঘটনার কদিন পরই সৌদি আরব চাপ সৃষ্টি করে পাকিস্তানের কাছে প্রাপ্য (অর্থের একটি অংশ হিসেবে) ১০০ কোটি ডলার ফেরত নেয়। দুই দেশের মিতালি যে আগের মতো নিবিড় নয়, তা ধরা পড়ছে। আমির মতিন বলেন, ‘সৌদি আরব পাকিস্তানের বন্ধু বলে দেশটি স্বতঃপ্রণোদিত হয়ে ভারতের কাশ্মীরসংক্রান্ত কাজকর্মের পক্ষে অবস্থান নেবে এ রকম আশা করা উচিত নয়। এটা কোনো কলেজের প্রাঙ্গণ নয়, এটা আন্তর্জাতিক অঙ্গন।’

কাশ্মীর প্রশ্নে গত ২২ মে ওআইসি দেশগুলোর সমর্থন আদায়ের পাকিস্তানি চেষ্টা ব্যর্থ হয়েছে। এরপর ভারতে ‘ইসলাম-আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে’ মর্মে জজবা সৃষ্টির চেষ্টাও ব্যর্থ হয়।

সর্বশেষ খবর