শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নাগরিকদেরও ‘না’ করতে চান ট্রাম্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিটিজেন/ গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে না ফেরার একটি নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস এ ধরনের একটি প্রস্তাবনা তৈরি করেছে ট্রাম্পের স্বাক্ষরের জন্য। নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে উদ্বেগজনক সংবাদটি। সীমান্ত অথবা এয়ারপোর্টে কর্তব্যরত অফিসার যদি মনে করেন, বিদেশ থেকে আগতরা করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবা এরই মধ্যে সংক্রমিত হয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সিটিজেন/ গ্রিনকার্ডধারী হলেও ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এই প্রস্তাবে অবশ্য সুস্পষ্টভাবে বিবৃত হয়নি যে, কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে তা খুবই সীমিত সময়ের জন্য বহাল থাকবে এবং সিটিজেন/গ্রিনকার্ডধারীদের সাংবিধানিক অধিকার কোনোভাবেই যাতে খর্ব না হয়।

সর্বশেষ খবর