শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা
দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা

পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধবিমান মোতায়েন

আমেরিকার নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে। আবার ক্ষমতায় আসতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মার্কিন নাগরিকদের মারদাঙ্গা কিছু করেও দেখাতে চান ট্রাম্প। বিশেষ করে চীনের বিরুদ্ধে। তাই তো চীনের কাছে মার্কিন নৌঘাঁটি দিয়াগো গার্সিয়াতে পারমাণবিক বোমা ফেলতে সক্ষম বোমারু বিমান মোতায়েন করেছে। এই মার্কিনী পদক্ষেপে চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আমেরিকার ইন্দো-প্যাসিফিক কমান্ডের তরফে জানানো হয়েছে, তিনটি বি-২ স্পিরিট স্টিলথ বোম্বার বিমান মোতায়েন করা হয়েছে। এটি যে কোনো চীনা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে মোতায়েন করা হয়েছ। প্রায় ২৯ ঘণ্টা উড়ে এসে ওই বিমান হাজির হয়েছে নৌঘাঁটিতে।

২০১৬ সালের পর প্রথম এমন বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। মনে করা হচ্ছে, মার্কিন জনগণকে খুশি করতে ও তাইওয়ানে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের জবাবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। স্টিলথ প্রযুক্তিসম্পন্ন বি-২ বোমারু বিমানটি শত্রু বাহিনীর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের প্রতি চীনের আগ্রাসী মনোভাবের কারণে আমেরিকা ইন্দো-প্যাসিফিক এলাকায় নিজেদের উপস্থিতিকে জোর  দিচ্ছে আমেরিকা।

সর্বশেষ খবর