শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খাবার নষ্ট বন্ধের নির্দেশ শির

খাবারের অপচয় কমিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম জোরালো করেছে চীন। এর আগে প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, যে পরিমাণ খাবার নষ্ট হচ্ছে তা ভীতিকর এবং পীড়াদায়ক। তিনি বলেন, করোনা মহামারী খাবার অপচয়ের বিষয়ে আমাদের সতর্কবার্তা শুনিয়েছে। এর পরই চীনে শুরু হয়েছে ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন।’ করোনা মহামারীর পর সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক বন্যা হয়েছে। এতে বিপুল কৃষিখামার ভেসে গিয়ে নষ্ট হয়েছে হাজার হাজার টন খাদ্যশস্য। দেশটি খাবার সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন সতর্কবার্তা শোনা গেলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সেগুলোকে ‘মিডিয়া হাইপ’ বলে খাটো করতে চেয়েছে। তবে বিপুল পরিমাণ খাবার খাওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা কয়েকজনের কড়া সমালোচনা করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। পরে প্রেসিডেন্ট শি জিন পিং এক ঘোষণায় বলেন, খাদ্য নিরাপত্তার সংকট নিয়ে চীনের নাগরিকদের অনুভূতি পরায়ণ হতে হবে।-বিবিসি

সর্বশেষ খবর