রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ. কোরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারও মানুষ

দ. কোরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারও মানুষ

দক্ষিণ কোরিয়ায় ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায়সহ স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে সেই বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানী সিউলে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারি এবং রিয়েল এস্টেট মার্কেট নিয়ে সরকারের নীতির বিরোধিতায় এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীদের হাতে ‘মুন জায়ে ইন বিদায় হও’ লেখা প্লাকার্ড দেখা যায়। দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেডিসিডি) গতকাল জানিয়েছে, চার মাসের বেশি সময় পর রাজধানী সিউলসহ দেশে করোনার সংক্রমণ হঠাৎ করেই বেড়েছে। কেডিসিডির পরিসংখ্যান মতে, শুক্রবার একদিনে ১৬৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৫৫ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১৫ হাজার ৩৯ জন। আর করোনায় প্রাণহানি ঘটেছে ৩০৫ জনের। এ পরিস্থিতিতে ফের সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা জারি করেছে দক্ষিণ কোরিয়া। করোনার বিস্তার রোধে দ্বিতীয় মাত্রার সামাজিক দূরত্ব আরোপ করা হয়েছে রাজধানী সিউল ও আশপাশের শহরগুলোতে। রাজধানী শহরে যেকোনো সমাবেশ-জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

 তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর রাজপথ দখলে নেয় হাজার হাজার নারী-পুরুষ।

সর্বশেষ খবর