মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জাপানে অর্থনীতির সবচেয়ে বড় পতন

জাপানে অর্থনীতির সবচেয়ে বড় পতন

বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ জাপান। দেশটির অর্থনীতির এ যাবৎকালের সবচেয়ে বড় পতন হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে সেখানে জাতীয় প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় পতন হয়েছে শতকরা ২৭.৮ ভাগ। এই পতনের কারণ হিসেবে বলা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনা সংকট শুরুর আগে থেকেই কম অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছিল জাপান। তার ওপর এই সংকট সেখানে বড় প্রভাব ফেলেছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউইয়র্ক টাইমস। বছরের দ্বিতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি ৭.৮ শতাংশ সংকুচিত হয়েছিল, এপ্রিল ও মে মাসে করোনাভাইরাস মহামারীতে অর্থনৈতিক বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ধারণ করেছে। গতকাল অর্থনৈতিক পতনের এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কী ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি মোকাবিলা করছে জাপান। অবশ্য শুধু জাপানই নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক ক্ষতিতে পড়েছে। পর পর দুটি কোয়ার্টারে সফলতা দেখানোর পর এ বছর শুরুর দিকে জাপান পিছলিয়ে মন্দায় পড়ে।

সর্বশেষ খবর