মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
ড. আমজাদ মির্জার অভিমত

চীন থেকে নেওয়া ঋণ পাকিস্তানের জন্য তৈরি করছে মহাবিপদ

প্রতিদিন ডেস্ক

‘ঋণ, সাহায্য আর অনুদানের ওপর নির্ভরতা পাকিস্তানের অর্থনীতিকে ক্রমাগত ডোবাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ দেশটির জন্য অসম্ভব।’ এ অভিমত ব্যক্ত করেছেন স্বনামখ্যাত কাশ্মীরি মানবাধিকার নেতা ড. আমজাদ আইয়ুব মির্জা।

আমজাদ মির্জার বাড়ি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মিরপুরে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত-জীবন যাপন করছেন। পাকিস্তানের মোহ বর্জনের ডাক দিয়ে প্রায়শ তিনি বক্তৃতা দেন এবং লেখালেখি করেন। সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাসগোয় প্রকাশিত এক নিবন্ধে ড. আমজাদ আইয়ুব মির্জা বলেন, এই তো কয়েকদিন আগের কথা। সৌদি আরব থেকে পাকিস্তান বাকিতে ১০০ কোটি মার্কিন ডলারের যে জ্বালানি তেল কিনেছিল, ‘অবিলম্বে সেই পাওনা দিয়ে দাও’ বলে সৌদি আরব। তখন শাব্দিক অর্থে ভিক্ষে করে ওই পরিমাণ অর্থ চীন থেকে এনে সৌদিদের দিতে বাধ্য হয় পাকিস্তান। নিবন্ধে বলা হয়, চীনা ঋণের বোঝা সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের প্রতি গুরুতর আঘাত। আইএমএফ কিংবা বিশ্বব্যাংক ঋণের ওপর যে হারে সুদ নেয়, চীন নেয় আরও উচ্চহারের সুদ। সময় যত গড়াবে ততই চীন থেকে নেওয়া ঋণ পাকিস্তানের জন্য বিপদ তৈরি করবে; যা একদিন মহাবিপদের রূপ নেবে। তখন সার্বভৌমত্ব প্রাকৃতিক সম্পদ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের বিনিময়ে চীন থেকে নেওয়া ঋণ শোধ করতে হবে পাকিস্তানকে। পাকিস্তানে যুগ যুগ ধরে পুঞ্জীভূত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বঞ্চনার বিবরণ দিয়ে ড. আমজাদ বলেন, মধ্য এশিয়ায় ভারতের প্রভাব বিঘিœত করতে এবং ব্রিটিশের স্বার্থ দেখভাল করতে একটা ‘কৃত্রিম রাষ্ট্র’-এর প্রয়োজনবোধ থেকে পাকিস্তানের সৃষ্টি। নিবন্ধকার মনে করেন, কৃত্রিম এ রাষ্ট্রের শেষ হওয়ার শুরুটা হবে চলতি বছরই।

সর্বশেষ খবর