বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইউএফওর রহস্য সন্ধানে এবার পেন্টাগন

ইউএফওর রহস্য সন্ধানে এবার পেন্টাগন

এলিয়ান বা ভিনগ্রহী এবং আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে রহস্যের শেষ নেই। এই রহস্যের কোনো কিনারা না হলেও হলিউড বা ইউরোপে এ নিয়ে সিনেমার শেষ নেই। তবে এবার এই রহস্যের সমাধান করতে চায় আমেরিকা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন চায় যেকোনো মূল্যে সবার কাছে বিষয়টি খোলাসা করতে। এ জন্য প্রতিষ্ঠানটি একটি ইউনিট তৈরির কথাও ভাবছে, যাদের কাজ হবে ইউএফও সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণা। শুক্রবার পেন্টাগন জানিয়েছে, একটি টাস্ক ফোর্স তৈরির করার পরিকল্পনা রয়েছে তাদের। যারা মার্কিন নৌবাহিনীর অধীনে থেকে ইউএফও সম্পর্কে গবেষণা করবে। এজন্য তৈরি করা হয়েছে আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা টাস্ক ফোর্স বা ইউএপিটিএফ। ইউএপিটিএফ-এর কাজ হবে ইউএফও সম্পর্কে গবেষণা করা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে এর মাধ্যমে ইউএফও সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসবে, যা প্রচলিত বিভিন্ন জল্পনার অবসান করবে। ইউএফওর প্রকৃতি, আকার ও উৎস সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য মিলবে। ইউএপিটিএফের মুখপাত্র সুসান গফ এই কথা জানান। একটা ছোট সবুজ আলো বিশিষ্ট ভিনগ্রহীদের যান নাকি ইউএফও অন্যকিছু, তা সম্পর্কে গবেষণা করাই ইউএপিটিএফের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র মনে করছে ইউএফও-র পেছনে অন্য কোনো দেশের নজরদারির চক্রান্তও কাজ করতে পারে। শুধু ইউএফও নয়। মার্কিন আকাশে কোনো সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখতে পেলেই তাকে নিশানা করবে ইউএপিটিএফ বলে জানা গেছে। এপ্রিল মাসে পেন্টাগন ইউএফও সংক্রান্ত তিনটি ভিডিও প্রকাশ করে। সেই ফুটেজে দেখা গেছে, স্ক্রিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে গেল একটি বস্তু। ইনফ্রারেড ক্যামেরায় তোলা হয় সেই দৃশ্য।

সর্বশেষ খবর