বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
রফিক হারিরি হত্যা মামলার রায়

দোষী সাব্যস্ত একজন হিযবুল্লাহ-সিরিয়া জড়িত নয়

দোষী সাব্যস্ত একজন হিযবুল্লাহ-সিরিয়া জড়িত নয়

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে ২০০৫ সালে বৈরুতে হত্যার অভিযোগে অভিযুক্ত চারজনের মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক আদালত। চারজন অভিযুক্তের মধ্যে সালিম আয়াশকে হারিরির হত্যায় সন্ত্রাসী কর্মকান্ডের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আদালতে রফিক হারিরির হত্যার ব্যাপারে রায় দিতে গিয়ে এক বিচারক বলেছেন, এই হত্যাকান্ডে হিযবুল্লাহ গোষ্ঠীর নেতারা জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিচারক আরও বলেছেন, ১৫ বছর আগের এই হত্যাকান্ডে সিরিয়ান সরকার সরাসরি সংশ্লিষ্ট ছিল সেরকম প্রমাণও নেই। চারজন অভিযুক্ত ছিলেন সালিম জামিল আয়াশ, হাসান হাবিব মেরহি, হুসেইন হাসান ওনেইসি এবং আসাদ হাসান সাবরা। ২০০৫ সালে হারিরির গাড়িবহর যখন বৈরুতের সমুদ্রের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ভ্যান ভর্তি বিস্ফোরক দিয়ে ওই বহরে হামলা চালানো হয়। ওই হামলায় ২২০ জন আহত হয়েছিল। মারা গিয়েছিলেন রফিক হারিরি এবং আরও ২১ জন। এই হত্যাকান্ড ছিল লেবাননের জন্য একটা মোড়-ঘোরানো মুহূর্ত।

সর্বশেষ খবর