বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভারতে করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় রাশিয়া

ভারতে করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় রাশিয়া

ভারতকে নিজেদের ‘প্রোডাকশন পার্টনার’ হিসেবে চায় রাশিয়া। তাই তো এবার ভারতের মাটিতেই করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় রাশিয়া। মঙ্গলবার ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা ঘোষণা করেছেন খোদ এই ভ্যাকসিন তৈরির কারিগর তথা রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের প্রধান কিরিল দিমিত্রেভ। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে মস্কো। বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারী থেকে কেবল বাঁচাতে পারে ভ্যাকসিন। তাই তো বড় বড় গবেষণা ও ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো হুমড়ি খেয়ে পড়ে টিকা আবিষ্কারে। গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রথম প্রতিষেধক বাজারে আনার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশ এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা আগ্রহী ভারতকে নিয়ে। নিজেদের তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি এবার ভারতের মাটিতেই তৈরি করতে চায় রাশিয়া। রাশিয়ার ওই কর্মকর্তা বলছেন, ‘মস্কো ভারতে স্পুটনিক ভি তৈরি করতে চায়। ভারত, ভারতের ওষুধ উৎপাদনকারী সংস্থা থেকে শুরু করে ভারতীয় বিজ্ঞানী- সবার সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। ওরা আমাদের প্রযুক্তিটা বোঝে।’

সর্বশেষ খবর