বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ব্রিটেনে থাকার অনুমতি মিলল রুনার

যুক্তরাজ্য প্রতিনিধি

ঐতিহাসিক এক মামলায় দীর্ঘ ৫ বছর পর ব্রিটিশ হাই কোর্টের কোর্ট অব আপিল ডিভিশনের রায়ে আন ডকুমেন্টেড (অবৈধ বসবাসকারী) বাংলাদেশি নারী রুনাকে দুই সন্তানসহ ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কোর্ট সূত্র বলছে, এ রায়ের ভিতর দিয়ে একটি রেফারেন্স ও কমন ল তৈরি হলো। যার ফলে ভবিষ্যতে  কোনো অবৈধ ব্যক্তি ব্রিটেনে বিয়ে করে বসবাস করতে চাইলে এই রায়ের রেফারেন্স দিতে পারবেন। মামলাটি পরিচালনা করেন পূর্ব লন্ডনের ‘কালাম সলিসিটরস’।

সর্বশেষ খবর