শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়ায় মন্তব্য আর টিভি দেখে সময় কাটান ট্রাম্প

বিল ক্লিনটনের মন্তব্য

সোশ্যাল মিডিয়ায় মন্তব্য আর টিভি দেখে সময় কাটান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আক্রমণ বাড়াচ্ছে বিরোধীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একবিন্দু ছাড় নয়। ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স যেমন বলেছেন, গণতন্ত্রের পক্ষে বড় ঝুঁকি ট্রাম্প। আবার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার মতে, প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই ডোনাল্ড ট্রাম্পের। বুধবার আরও এক ধাপ এগিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন দাবি করেন, ‘ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় আসলে হুজুগে মানুষের ভিড়। সব সময় সেখানে অযথা হইচই চলছে। প্রেসিডেন্ট তার দায়িত্ব এড়িয়ে টিভি দেখেন, সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য করে সময় কাটাচ্ছেন।’ ডেমোক্র্যাট পার্টির চার দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ক্লিনটন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকানরা বিশ্বকে নেতৃত্ব দেবে। কিন্তু বর্তমানে বেকারত্বের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচন সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এ বছর করোনা মহামারীর জেরে এক লাখ ৭০ হাজার মার্কিনীর মৃত্যু হয়েছে। লাখো মানুষ বেকার হয়েছে। ছোট ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে প্রেসিডেন্টের অফিসের অনেক বেশি সক্রিয় হওয়া উচিত। কিন্তু আমরা উল্টো দেখছি। সেখানে হইচই, হাঙ্গামা ছাড়া কাজের কাজ কিছুই হয় না। বর্তমান প্রেসিডেন্টের কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা বিন্দুমাত্র কমেনি। বেড়েছে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা।’ পাশাপাশি বিল ক্লিনটন বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন দোরগোড়ায়। এখন আমেরিকানদের নির্ধারণ করতে হবে ডোনাল্ড ট্রাম্পের মতো দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্টকে পুনরায় নির্বাচিত করবেন, নাকি নতুন কোনো মুখ ভবিষ্যতের জন্য বেছে নেবেন।’

ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে মেরুদ-হীন, সুবিধাবাদী রাজনৈতিক নেতা বলে আক্রমণ করেছে ট্রাম্প। তার মতে, জো বাইডেন এবং কমলা হ্যারিস আমেরিকার পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

সর্বশেষ খবর