শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত সৌদি আরবের

অবশেষে ইসরায়েল-আমিরাত চুক্তি নিয়ে মুখ খুলেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে এ চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার যে কোনো প্রচেষ্টা যা দখলদারিত্বের হুমকিকে পেছনে ঠেলে দেয় তাকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে।

সর্বশেষ খবর