শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল

নয়াদিল্লি প্রতিনিধি

প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গতকাল সকালে জারি করা সেনা হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল জানিয়েছিল, প্রণব বাবুর অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সে অবস্থাতেই তিনি আপাতত রয়েছেন। তিনি এখনো ভেন্টিলেটরে রয়েছেন। তাঁর ‘হেমোডায়ানামেকিলি’ অবস্থা অর্থাৎ রক্ত সঞ্চালনসংক্রান্ত অঙ্গগুলো স্থিতিশীল রয়েছে। বুলেটিনে এও বলা হয়, তাঁর শরীরে মূল বিষয়গুলোর মাপকাঠি স্বাভাবিক রয়েছে।

গত ১০ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন প্রণব মুখার্জি। এর মধ্যে তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ফুসফুস আক্রান্ত হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হন। ৮৪ বছরের সাবেক রাষ্ট্রপতি এখন স্থিতিশীল রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর