রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চিকিৎসার জন্য জার্মানিতে পুতিনবিরোধী নেতা

চিকিৎসার জন্য জার্মানিতে পুতিনবিরোধী নেতা

অ্যালেক্সেই নাভালনি

গুরুতর অসুস্থ রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। দেশটির সাইবেরিয়া অঞ্চলের একটি হাসপাতাল থেকে তাকে সেখানে নেওয়া হয়। গতকাল সকালে এক টুইটে এ কথা জানিয়েছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ। এর আগে নাভালনিকে বিদেশে চিকিৎসার দাবি নাকচ করেছিল রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক এ নেতার চায়ে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সমর্থকদের দাবি, বিষ মেশানো চা খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যান। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ টুইটে জানান, নাভালনির বিমান বার্লিনের উদ্দেশে যাত্রা করেছে। তাকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। তার জীবন ও স্বাস্থ্যের জন্য সংগ্রামের শুরু এখনই। ‘এনজিও সিনেমা অব পিস’-এর একটি মেডিকেল বিমানে করে নাভালনিকে বার্লিনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি চ্যারিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাভালনির সঙ্গে তার স্ত্রী ইউলিয়াও গেছেন জার্মানিতে। গত বৃহস্পতিবার ওমস্ক থেকে মস্কো যাওয়ার পথে ফ্লাইটেই নাভালনি অসুস্থ হয়ে পড়েন। ওমস্কে তার বিমানকে জরুরি অবতরণ করতে হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওমস্ক বিমানবন্দরের ক্যাফেতে কাপ থেকে কিছু পান করছেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার সমর্থকদের সন্দেহ, কাপের ওই চায়ে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল। এর আগে ডাক্তাররা বলেছিলেন, তার শরীরে কোনো বিষ পাওয়া যায়নি। খবর বিবিসির।

সর্বশেষ খবর