রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সন্ত্রাসের ভয়াবহতা কাটিয়ে উঠতে তৎপরতা চলবে : গুতেরেস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সন্ত্রাসের ভয়াবহতা কাটিয়ে উঠতে তৎপরতা চলবে : গুতেরেস

বিশ্বব্যাপী ‘সন্ত্রাসের ভিকটিমদের স্মরণে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ২১ আগস্ট এক ভার্চুয়াল স্মরণ সমাবেশে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সন্ত্রাসের ভিকটিম হয়ে যারা মারা গেছেন এবং যারা ক্ষত বহন করে অবর্ণনীয় দুর্দশায় দিন কাটাচ্ছেন তাদের সবার প্রতি সহানুভূতিশীল এই বিশ্ব সংস্থা। সন্ত্রাসের ভয়াবহতা কাটিয়ে উঠতে জাতিসংঘের বহুমুখী তৎপরতা অব্যাহত থাকবে। ‘সন্ত্রাসের শিকারদের মধ্যে সৃষ্ট ভীতি কখনই দূর করা সম্ভব হয় না। তবে আমরা তাদের মনোবল দৃঢ় করার জন্য প্রকৃত সত্য ধারণ করে ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়া অবলম্বন করতে পারি। আহতদের সুচিকিৎসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো স্লোগান উঠিয়ে সন্ত্রাসবাদে লিপ্তদের থামিয়ে দিতে পারলেও অনেকটা বড় কাজ হবে’। মহাসচিবের মতে, এবারের স্মরণ সমাবেশে ভিন্নতা এসেছে। যদিও করোনাভাইরাসও সবচেয়ে শক্তিশালী একটি সন্ত্রাসের নামান্তর বলে মনে করেই আমাদের সঠিক পথে এগোতে হচ্ছে।

সর্বশেষ খবর