বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কভিডের অ্যান্টিবডি চিহ্নিত

‘কভিডের টিকা নিয়ে তাড়াহুড়ো করবেন না। আগে প্রমাণ করতে হবে টিকা নিরাপদ ও কার্যকর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ৩ নভেম্বর দেশেটির প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মহামারী কভিড-১৯ এর টিকা আসুক। কিন্তু তার এই মনোভাবের সঙ্গে এক নন দেশটির প্রধান সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউচি। তার কথা, কভিডের টিকা নিয়ে তাড়াহুড়ো করবেন না। আগে প্রমাণ করতে হবে, টিকা নিরাপদ ও কার্যকর। তবেই তা প্রয়োগের কথা আসবে। নাম না-করেই ট্রাম্প প্রশাসনকে সতর্কও করেন মার্কিন এই সংক্রমণ রোগ বিশেষজ্ঞ। এরই মধ্যে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরে এমন একটি অ্যান্টিবডিকে তারা চিহ্নিত করতে পেরেছেন, যা সার্স-কভ ২-এর সংক্রমণ প্রতিরোধ করতে পারে। নভেম্বরে নির্বাচন। তার আগে করোনায় প্রায় দুই লাখ মানুষের মৃত্যু নিয়ে চাপে মার্কিন প্রেসিডেন্ট। ফিন্যানশিয়াল টাইমসের খবর, জনপ্রিয়তা বাড়াতে পরীক্ষা-পর্ব শেষের আগেই আমেরিকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারে অনুমতি দেওয়ার ভাবনা-চিন্তা করছেন ট্রাম্প। টিকা নিতে রাজি হয়েছেন ১০ হাজার স্বেচ্ছাসেবক। আমেরিকায় কোনো টিকাকে অনুমতি পেতে হলে তা ৩০ হাজার জনের ওপর পরীক্ষা করতে হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি বলেছেন, নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সদর্থক সংকেত পাওয়ার আগেই টিকার জরুরি ব্যবহার আদৌ কাম্য নয়। যদি পরীক্ষা-পর্ব শেষের আগেই কোনো টিকা বাজারে ছেড়ে দেওয়া হয়, তবে অন্য টিকা নিয়ে পরীক্ষাই বন্ধ হয়ে যেতে পারে। ডেমোক্র্যাট শিবিরের অভিযোগ, রাজনৈতিক লাভের জন্য মার্কিন নাগরিকদের জীবন বিপন্ন করে তুলতে চাইছেন ট্রাম্প। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন চালু করেছিলেন ট্রাম্প।

জুলাই মাসে তা বাজার থেকে তুলে নেওয়া হয়। এদিকে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের কাঁটা বা স্পাইকগুলো মানবদেহের কোষে থাকা এসিই টু রিসেপ্টরের মাথায় চেপে বসে থেকে ক্রমে শ্বাসনালীতে ঢুকে পড়ে। ঢুকে পড়ার এই পথটাই আটকে দেয় তাদের চিহ্নিত মনক্লোনাল অ্যান্টিবডি।

সর্বশেষ খবর