শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

ড. নিনা ও ডোনা ইমামের সমর্থনে ভার্চুয়াল সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দুই বাংলাদেশি আমেরিকান ড. নিনা আহমেদ ও ডোনা ইমামকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানে গত শনিবার সন্ধ্যায় ‘বাংলাদেশি আমেরিকান্স ফর পলিটিক্যাল অ্যাকশন’ (বাপা)-এর আহ্বানে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয় প্রার্থী মূলধারার নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীতে নতুন প্রজন্মের এগিয়ে চলার পথকে সুগম করতে চান বলে উল্লেখ করেন। দুই প্রার্থীই জয়ী হলে স্ব স্ব ক্ষেত্র ও অবস্থান থেকে তাদের নিজস্ব কার্যক্রম এবং জাতীয় স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অগ্রাধিকারের ওপর কাজ করবেন বলে অবহিত করেন। ড. নিনা আহমেদ এবং ডোনা ইমাম-দুজনই উল্লেখ করেন, বাঙালি আমেরিকানদের মূলধারার রাজনীতিতে যোগ্য স্থান অর্জন কওে দেশের সেবায় অবদান রাখার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাপার কেন্দ্রীয় কমিটির শামস সিদ্দিকী, রেদোয়ান চৌধুরী, আহসান চৌধুরী (হিরো), নাহিদা আলী ডেইজি, তাহমিনা ওয়াটসন, কাউসার জামাল, অ্যান্থনি পিউস গোমেজ, কাজী চৌধুরী, এঞ্জি  মিসা সিদ্দিকী, আনিকা রহমান ও শেখ গালিব রহমান। সভার প্রারম্ভে বাপার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বাপার কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এর অন্যতম সংগঠক শামস সিদ্দিকী।

সর্বশেষ খবর