শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দলের কনভেনশনেও সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প

দলের কনভেনশনেও সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প

বিতর্ক ছাড়া চলতেই পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন নির্বাচনের আগে রিপাবলিকান দলের মহাসম্মেলনে। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষোদগার করার কোনো রীতি আমেরিকায় নেই। কিন্তু সেই নীতি বিসর্জন দিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কথার সুরে আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে দলীয় রাজনীতির ভাষণ বা কোনো ব্যক্তির সমালোচনা এর আগে কোনো প্রেসিডেন্ট করেননি। বস্তুত, এ কাজ মার্কিন ঐতিহ্যের বিরোধী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। শুধু তাই নয়, ট্রাম্পের মঞ্চের সামনে যারা বসে ছিলেন, করোনাকালীন সামাজিক দূরত্ত মানেননি তারা। রিপাবলিকান কনভেনশনের ছিল চার দিন। বৃহস্পতিবার ছিল সমাপনী অনুষ্ঠান। মহাসম্মেলনে বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে অযোগ্য আখ্যা দিয়ে ট্রাম্পের সন্তান ও স্ত্রী বিষোদগার করেন। সমাপনী দিনে একই পথে গেলেন ট্রাম্প। ট্রাম্প এদিন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ চালিয়েছেন বিরোধী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার, কনভেনশনের শেষ বক্তৃতায় ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। হোয়াইট হাউসের লনে বিশাল মঞ্চ তৈরি হয়েছিল ট্রাম্পের জন্য। সেখানে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। যদি তিনি ক্ষমতায় ফেরেন, তা হলে আমেরিকাকে এক ঐতিহাসিক স্তরে পৌঁছে দেবেন তিনি। মার্কিন অর্থনীতি এমন জায়গায় পৌঁছাবে যা এর আগে কেউ দেখেনি। করোনা নিয়েও এদিন কথা বলেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মূল্যায়নের তোয়াক্কা না করে তিনি দাবি করেন, করোনা নিয়ন্ত্রণে তিনি শতভাগ সফল। আর করোনাভাইরাসের ভ্যাকসিনও এ বছরের শেষে বা তার আগেই বাজারে চলে আসবে বলে জানান তিনি। করোনা মহামারীর মধ্যে আমেরিকা এখন বর্ণবাদের আগুনে জ্বলছে। একের পর এক এলাকায় বর্ণবাদবিরোধী মিছিল হচ্ছে। বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে পুলিশ কালো চামড়ার মানুষদের মারার চক্রান্ত করছে। এদিন ট্রাম্প বলেন, দেশে আফ্রো-অ্যামেরিকানদের যাতে কোনো অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রাখবেন তিনি। বস্তত, এর আগে একাধিকবার বর্ণবাদবিরোধী আন্দোলন নিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প। পুলিশের পক্ষ নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন খেলোয়াড় খেলা বয়কটের ডাক দিয়েছেন।

সর্বশেষ খবর