শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কাশ্মীরে ‘গরিবের জন্য পাকা বাড়ি’ প্রকল্প বেশ সাড়া তুলেছে

প্রতিদিন ডেস্ক

যারা কাঁচা বাড়িতে বাস করে অথচ নিজের একটা সুন্দর ছিমছাম পাকা বাড়ির স্বপ্ন দেখেছে এত দিন, তাদের সে স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া শুরু হয়েছে। ‘গরিবের জন্য পাকা বাড়ি’ নির্মাণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে অর্থ জোগাচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ১২ হাজার গরিব প্রথম কিস্তিতে প্রত্যেকে নিজের পাকা বাড়ি করার জন্য ৫০ হাজার রুপি করে পেয়েছেন। সরকারি এক কর্মকর্তা বলেন, তারা রাজৌরি জেলার শতভাগ মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামক স্কিম নির্মাণ ব্যয় মেটাবে। রাজৌরির সহকারী কমিশনার (গ্রাম উন্নয়ন) সুশীল কুমার খাজুরিয়া বলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসনের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, ‘পাকা ঘরে নিরাপদে বাস করতে পারবে, গরিবের জন্য এটা বিরাট স্বস্তির বিষয়।’ পঞ্চায়েত কর্মকর্তা আবদুল খবির বলেন, ‘কেন্দ্রের এ উদ্যোগ বেশ সাড়া তুলেছে। এখন ১৫টি বাড়ি নির্মাণ চলছে। আশা করি, সামনের দুই বছরে সব কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে।’ যারা প্রথম কিস্তিতে ১২ হাজার রুপি করে পেয়েছেন তাদের অন্যতম মোহাম্মদ রাজ্জাক বলেন, বসবাসের জন্য পাকা ঘর তোলার কাজে মদদ দিচ্ছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

সর্বশেষ খবর