শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
আবারও হু’র তাগাদা

শুধু মাস্ক নয়, সামাজিক দূরত্বও জরুরি

করোনাকে পরোয়া না করার প্রবণতা গোটা বিশ্বে দেখা দিয়েছে। কিন্তু বিশ্বে করোনার প্রভাব কমার কোনো আলামতই দেখা যাচ্ছে না। ফলে বিশ্ববাসীকে সচেতন হওয়ার তাগিদ প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটি বলছে গোটা বিশ্বেই করোনা ঠেকাতে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। বিভিন্ন দেশে মানুষ যে সামাজিক দূরত্বের বিধি মানছেন না, তা নিয়ে তারা ক্ষুব্ধ। সংস্থার অন্যতম প্রধান বিজ্ঞানী মারিয়া ফন কারকোভ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ আর সামাজিক দূরত্বের বিধি মানছেন না। আমরা মাস্ক পরছি। কিন্তু করোনাকে ঠেকাতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। অন্তত ছয় ফুটের দূরত্ব বজায় রাখুন। যদি পারেন তাহলে আরও দূরে থাকুন।’ করোনা ঠেকাতে কী করতে হবে তা এর আগে বহুবার বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারকোভও জানিয়েছেন, ‘শুধু মাস্ক পরলে হবে না, শুধু সামাজিক দূরত্ব রাখলে হবে না, শুধু বারবার হাত ধুলে হবে না।

সর্বশেষ খবর