শিরোনাম
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

লুকাশেঙ্কোর জন্মদিনে লাখো লোকের বিক্ষোভ

লুকাশেঙ্কোর জন্মদিনে লাখো লোকের বিক্ষোভ

একদিকে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। অন্যদিকে দেশটির লাখো মানুষ। লুকাশেঙ্কো রবিবার পা দেন ৬৬ বছরে। কিন্তু জন্মদিনে শুভেচ্ছা নয়, লাখো মানুষ সেদিন তার পদত্যাগ চান। গত ৯ আগস্ট দেশটির সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠেছে। সেই থেকে দেশটিতে চলছে সরকারের অপসারণ চেয়ে আন্দোলন-সংগ্রাম। রবিবার বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও প্রায় লাখখানেক মানুষ পথে নামলেন রাজধানী

মিনস্কের রাস্তায়। প্রেসিডেন্টের জন্মদিনে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে তারা বুঝিয়ে দিলেন, কিছুতেই সদ্যসমাপ্ত ভোটের ফল মানতে তারা রাজি নন। কিন্তু লুকাশেঙ্কো এই বিক্ষোভ আন্দোলনকে

থোরাই কেয়ার। তাকে যে সমর্থন জানিয়ে আসছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো তিনিও হয়তো ক্ষমতায় টিকে যাবেন বলে বিশ্লেষকদের অভিমত। পুলিশ জানিয়েছে, রবিবারের বিক্ষোভ থেকে ১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কারণ, এই বিক্ষোভ ছিল বেআইনি। সমাবেশ বা মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি।

বিক্ষোভকারীরা লুকাশেঙ্কোকে ডাকেন ইউরোপের ‘শেষ স্বৈরাচারী’ বলে। লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করেছেন। ইইউ এই নির্বাচন মানেনি। ফলে ইইউর সঙ্গে লুকাশেঙ্কোর সংঘাত শুরু হয়েছে।

সর্বশেষ খবর