মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিক্ষোভ

বিক্ষোভ

লন্ডনে পরিবহনজনিত বায়ুদূষণে প্রতিদিন ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে জনমনে উদ্বেগ চলছে। এর মধ্যে টেমস নদীর তলদেশে একটি টানেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে নগর কর্তৃপক্ষ। বায়ুদূষণে মৃত্যু এবং টানেল নির্মাণের প্রতিবাদে এক্সটিনশন রেবালিয়ন নামে একটি পরিবেশবাদী গোষ্ঠীর কর্মীরা গতকাল দক্ষিণ-পূর্ব লন্ডনে বিক্ষোভ করে। এ সময় লন্ডনে প্রতিদিন বায়ূদূষণে প্রাণহানি সংখ্যার প্রতীকী হিসেবে ২৬টি জুতা বহন করতে দেখা যায়           -এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর