মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সুদান সরকার ও বিদ্রোহীদের শান্তিচুক্তি

সুদানে ১৭ বছর ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করতে একমত হয়েছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী। গতকাল আল জাজিরা এ খবর দিয়েছে। দেশের পশ্চিম অঞ্চল দারফুর ও দক্ষিণাঞ্চলের সাউথ করদোফান ও ব্লু নিলের বিদ্রোহী গোষ্ঠীদের জোট সুদান বিপ্লবী ফ্রন্ট (এসআরএফ) সরকারের সঙ্গে একটি শান্তিচুক্তিতে সই করেছে। খবরে বলা হয়েরেছ, সুরক্ষা ব্যবস্থার প্রোটোকল ও অন্য ইস্যুগুলোতে শনিবার স্বাক্ষর করেছেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিদ্রোহী নেতারা। তবে আবদেল ওয়াহিদ আল-নূরের সুদান লিবারেশন মুভমেন্টের একাংশ ও আবদেল আজিজ আল-হিলুর সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থের (এসপিএলএম-এন) একটি শাখা এই চুক্তি প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ খবর