বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের ওপর বিরক্ত ফ্রান্স

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক কাঠামোর প্রশ্নে ইইউ ও ব্রিটেনের মধ্যে এ পর্যন্ত সাত দফায় আলোচনা হয়েছে। কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনিভ ল্য দ্রিয়ঁ এ জন্য ব্রিটেনকে দায়ী করেছেন। তিনি আরও মন্তব্য করেছেন এটা ব্রিটিনের ‘একগুঁয়ে ও অবাস্তব মনোভাব’।    

আগামী ৩১ ডিসেম্বর ব্রিটেন পাকাপাকিভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। চলতি বছর ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হওয়ার পর অন্তর্র্বর্তীকালীন সবকিছু আগের মতোই চলছে। সেই অবস্থার মেয়াদ শেষ হওয়ার আগেই ভবিষ্যৎ সম্পর্ক স্থির করতে বাণিজ্যসহ একাধিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়ায় কোনো সাফল্য আসেনি। সেপ্টেম্বর মাসে আবারও আলোচনায় বসবে দুই পক্ষ। কিন্তু সেটাও যে কার্যকর হবে তার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই অচলাবস্থার জন্য ফ্রান্স এবার সরাসরি ব্রিটেনের সরকারকে দায়ী করেছে। আগামী সোমবার লন্ডনে পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সোমবার প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রদূতদের সম্মেলনে বলেন, ব্রিটেনের একগুঁয়ে ও অবাস্তব মনোভাবের কারণে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তার মতে, ব্রেক্সিটের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন চিরকাল ঐক্য দেখিয়ে এসেছে। যারা ইউরোপের সার্বিক ভাঙনের চিহ্ন দেখিয়ে এসেছে, তাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর