বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই প্রিন্স ও পাঁচ প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ

-দুর্নীতিবিরোধী অভিযান

তথাকথিত দুর্নীতির অভিযোগে রাজপরিবারের দুই সদস্যসহ গুরুত্বপূর্ণ এক সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ সালমান। গতকাল    সকালে এক রাজকীয় ফরমানে এদের পদ থেকে অপসারণ করার কথা  ঘোষণা করা হয়। এছাড়া আরও চার সেনা কর্মকর্তাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য নিউইয়র্ক টাইমস, আল জাজিরার

দুর্নীতির অভিযোগে রাজপরিবারের যে দুইজনকে অপসারণ করা হয়েছে তারা হলেন প্রিন্স ফাহদ বিন তুর্কি বিন আবদুল আজিজ আল সৌদ এবং তার ছেলে প্রিন্স আবদুল আজিজ বিন ফাহদ। বরখাস্ত হওয়ার আগে প্রিন্স ফাহদ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার এবং তার ছেলে আল জওফ অঞ্চলের গভর্নরের দায়িত্বে ছিলেন। রাজকীয় ফরমানে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়। সৌদি আরবের দুর্নীতি দমন কমিটি ‘নাজাহ’র কাছে পাঠানো এক চিঠির ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গেছে। নাজাহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্দেহজনক দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। বাকি চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হবে। সৌদি আরবে দুর্নীতি উচ্চতর পর্যায়ে বাসা বেঁধেছে এমন অভিযোগের কথা এখন প্রায়ই শোনা যাচ্ছে দেশটির কর্মকর্তাদের মুখে। এই বরখাস্তাদেশ দুর্নীতির বিরুদ্ধে নেওয়া সর্বশেষ পদক্ষেপ।

সর্বশেষ খবর