বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নারীদের আরও নেতৃত্ব দেওয়ার আহ্বান কমলা হ্যারিসের

নারীদের আরও নেতৃত্ব দেওয়ার আহ্বান কমলা হ্যারিসের

নারীদের আরও এগিয়ে আসতে হবে। আরও বেশি করে নেতৃত্ব দিতে হবে। নারীদের প্রতি এই আহ্বান জানালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। আগামী ৩ নভেম্বর মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে লড়াই হবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সের। করোনাভাইরাস মহামারীর মধ্যেই দেশজুড়ে চলছে নির্বাচনের প্রস্তুতি। তবে মহামারীর কথা মাথায় রেখে সভা-সমিতি বা প্রচার সবই চলছে ভার্চুয়াল পদ্ধতিতে। সেরকমই একটি অনুষ্ঠানে কমলা হ্যারিস বলেন, যে কোনো মানুষ জন্মের পর থেকেই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। বিশেষ করে নারীরা আরও বেশি এগিয়ে আসুন। বেশি করে কাজে যোগ দিন। যে কাজই করুন না কেন, নারীদের এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর