বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কর্তারপুর করিডোর

পাকিস্তানি প্রকৌশলীরা সেতুর ভারতীয় অংশে জরিপ চালিয়েছেন

প্রতিদিন ডেস্ক

কর্তারপুর করিডোরে সেতু নির্মাণের জন্য যৌথ জরিপ করছে পাকিস্তান ও ভারত। এ পর্যায়ে গত ২৭ আগস্ট সেতুর ভারতীয় অংশে জরিপ চালিয়েছে পাকিস্তানের প্রকৌশলী দল।

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের এক চিঠিতে এ তথ্য পাওয়া যায়। কর্তারপুর বাবা সাহিব করিডোর হচ্ছে ৪ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ একটি মাঝপথ; যা ভারতের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক সাহিবকে পাকিস্তানের কর্তারপুরে অবস্থিত গুরুদুয়ারা দরবার সাহিবের সঙ্গে যুক্ত করেছে। গত বছর এ করিডোর উদ্বোধন করা হয়। করোনা মহামারী দেখা দেওয়ায় ভারত সরকার কর্তারপুর করিডোর বন্ধ করে দেয়। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ তাদের চিঠিতে জানায়, বিএসএফ কমান্ডমেন্ট জানিয়েছে যে, ভারত যে সেতুটি তৈরি করছে তার সঙ্গে যুক্ত করার জন্য পাকিস্তান কর্তারপুরে তার নিজের অংশে সেতু তৈরি করতে চায়। তাই জরিপ চালানোর জন্য দেশটির সাতজন প্রকৌশলী সমন্বয়ে গঠিত জরিপ দল ভারতে এসে সেতু এলাকা দেখতে  অনুমতি চেয়েছে। তাদের এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর